আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আগাম জাতের রোপা আমন ধানে কার্তিকের অভাব দূর হয়েছে কৃষকদের। আগে প্রচলিত জাতের ধানগুলো কাটা হতো অগ্রহায়ণ মাসে। এ কারণে কার্তিক মাসে কৃষকের ঘরে দেখা দিত প্রচন্ড অভাব। এখন আর সেই দিন নেই। ব্রিধান-৭৫ ও ব্রিধান-৯০ নামের ধানের নতুন জাত সৃষ্টি হওয়ায় এখন কার্তিক মাসেই ধান কাটতে পারছেন কৃষকরা। কার্তিক মাসে ধান ঘরে উঠায় এ সময় অভাবের পরিবর্তে কৃষকের ঘরে বিরাজ করছে উৎসবের আমেজ। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে মাঠে মাঠে চলছে আগাম জাতের ব্রিধান-৭৫ ও ব্রিধান-৯০ ধান কাটার উৎসব। এবার ভাল ফলন ও দাম পাওয়ায় খুশি কৃষকরা। মির্জাপুর গ্রামের কৃষক মিজানুর রহমান বলেন, এবার তিনি ৩ বিঘা জমিতে ব্রিধান-৯০ জাতের ধান চাষ করেছেন। অন্যান্য বছরের তুলনায় এবার ধানে পোকা মাকরের আক্রমণ কম হওয়ায় ফলন ভাল হয়েছে। প্রতি বিঘা জমিতে ১৭ থেকে ১৮ মন হারে ধান উৎপাদন হচ্ছে। বাজারে আগাম ধান তুলতে পারায় দামও ভাল পাচ্ছেন। প্রতি মন ব্রিধান-৯০ ধান ১১শ থেকে ১১শ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে উপজেলায় এবার ২৮ হাজার ৯শ ৯০ হেক্টর জমিতে রোপা আমন চাষ হয়েছে। এরই মধ্যে ১২শ ৫০ হেক্টর জমিতে ব্রিধান-৭৫ ও ১৬শ ২০ হেক্টর জমিতে ব্রিধান- ৯০ চাষ হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ বলেন, অনুকূল আবহাওয়া, উপজেলা কৃষি অফিসের সঠিক তদারকি ও কৃষকদের প্রচেষ্টায় উপজেলায় এবার রোপা আমন ধানের ফলন ভাল হয়েছে।