মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে এক এসআইকে পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করেছে তালাইমারী ফাঁড়ির পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) রাত পৌনে ৭টায় মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আটককৃতরা হলেন: মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় জনৈক কাওসার (৪৮), শাওন (২১) ও রাব্বি (২১)। তবে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে শান্ত (২২), মইন ও সুমন নামের তিন যুবক।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, মহানগরীর চন্দ্রিমা থানার তালাইমারী পুলিশ ফাঁড়ীর আইসি প্লাবন। তিনি জানান, পুলিশ লাইনে কর্মরত এসআই মোঃ গোলাম মোস্তফা ব্যক্তিগত কাজ সেরে জামালপুর এলাকা হয়ে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন। পথে উপরোক্ত ব্যক্তিরা-সহ তাদের কয়েকজন সহযোগী ওই এসআইকে রাস্তায় আটকিয়ে মারপিট শুরু করে। এ সময় তিনি নিজেকে বার বার পুলিশের এসআই পরিচয় দেয়ার পরও তাকে মারপিট অব্যাহত রাখে। খবর পেয়ে হামলাকারীদের ধাওয়া দিয়ে ৩জনকে আটক করে চন্দ্রিমা থানায় হস্তান্তর করেন তালাইমারী ফাড়ির পুলিশ ইনচার্জ আইসি প্লাবন ও সঙ্গীয় ফোর্স। আইসি প্লাবনের মুঠো ফোন থেকে নির্যাতিত এসআই মোঃ গোলাম মোস্তফা জানান, আমি বারবার আটককৃত হামলাকারীদের বলেছি আমি একজন এসআই তারপরও তারা আমাকে ব্যপক নির্যাতন করেছে। এ ব্যপারে মামলা করবেন বলেও জানান তিনি।
মামলার বিষয়টি নিশ্চিত করে আইসি প্লাবন বলেন, এসআই মোঃ গোলাম মোস্তফার উপর হামলার ঘটনায় কাওসার, শাওন, রাব্বি, শান্ত, মইন ও সুমন সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলা হয়েছে। এরমধ্যে ৩জনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যপারে জানতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব আলমকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।