মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শতাধিক সাংস্কৃতিক দলের নাচে-গানে মুখরিত হয়ে উঠেছিল ঐতিহাসিক ডাকবাংলো মাঠ। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উরাও, মুন্ডাসহ বিভিন্ন সম্প্রদায়ের কারাম উৎসব উদযাপন উপলক্ষে গত রবিবার বিকেলে উপজেলা সদরের ঐতিহাসিক ডাকবাংলো মাঠে এ নাচ গানের আয়োজন করা হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি এ আয়োজন করে। এ আয়োজনে মহাদেবপুরসহ বিভিন্ন উপজেলা থেকে রেকর্ড সংখ্যক ১১৪টি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দল তাদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে। সন্ধ্যায় আলোচনা সভা ও অংশগ্রহণকারী সাংস্কৃতিক দল গুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ আলহাজ্ব ছলিম উদ্দীন তরফদার সেলিম। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন পাহান, উন্নয়ন সংস্থা আইএসসি’র নির্বাহী পরিচালক অনীক আসাদ, আইএসসি’র ডিরেক্টর ফাইন্যান্স এন্ড অপারেশন আবুল হাসনাত, আওয়ামীলীগের জেলা সদস্য অজিত মন্ডল, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, অধ্যক্ষ আরিফুর রহমান আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, একুশে পরিষদের সহ সম্পাদক নাইচ পারভীন, জাতীয় আদিবাসী পরিষদের মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি দিলীপ পাহান প্রমুখ।