1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শিক্ষার মান না বাড়ালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হতে পারবে না-ড. দেবপ্রিয় ভট্টাচার্য - Uttarkon
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন

শিক্ষার মান না বাড়ালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হতে পারবে না-ড. দেবপ্রিয় ভট্টাচার্য

  • সম্পাদনার সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩০ বার প্রদশিত হয়েছে

দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি (সিপিডি) এর ডিসটিঙ্গুইস ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শিক্ষার মান না বাড়াতে পারলে প্রকৃত অর্থে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হতে পারবে না। শিক্ষার মান বাড়াতে হলে সর্বাগ্রে দেশের প্রাথমিক স্কুলের শিক্ষার মান বাড়াতে হবে। প্রাথমিকের শিক্ষকদের দিকে নজর দিতে হবে। বিশেষ করে প্রাথমিকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে স্কুলে স্কুলে দুপুরের খাবারের ব্যবস্থা করতে হবে। দরিদ্র মেয়ে শিশুরা দিনের বেশির ভাগ সময় অভুক্ত থাকায় তারা স্কুলে আসতে অনাগ্রহী হয়ে পড়ছে। রোটারিয়ানরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে এ ব্যাপারে এগিয়ে আসতে পারেন। রোটারী ক্লাব অব বগুড়ার ২৩তম অভিষেক উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় হোটেল মমইন এর কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথাগুলো বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য আরো বলেন, দেশে বহু ওভারপাস, আন্ডারপাস, টানেল নির্মিত হলেও উন্নয়নের সুফল কি দেশের জনগণ সমানভাবে পাচ্ছে? দেশে এখনো বাল্যবিবাহ কমানো সম্ভব হয়নি। নারী নির্যাতন কমেনি। প্রধান অতিথি তার ভাষণে আরো বলেন, হিন্দু-বৌদ্ধ-মুসলিম শাসনের ঐতিহ্যপূর্ণ জেলা বগুড়া একটি সম্পূর্ণ অসাম্প্রদায়িক অঞ্চল। সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস সমৃদ্ধ বগুড়া। এখানে কেন এখনো পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ে উঠলো না? এটা অনেকের প্রশ্ন।  শনিবার অভিষেক কমিটির চেয়ারম্যান রোটারিয়ান প্রিন্সিপাল সুলতানা পারভীন শ্রাবণীর সভাপতিত্বে শুরু হওয়া অভিষেক অনুষ্ঠানে ২০২২-২৩ রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটা. ডাঃ মুনছুর রহমান আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট কলার হস্তান্তর করেন ২০২৩-২৪ রোটাবর্ষের নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট রোটা. ডাঃ মতিউর রহমানের কাছে। প্রেসিডেন্টরোটা. ডাঃ মতিউর রহমান ২০২৩-২৪ বর্ষের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরদের পরিচয় করে দেন। অভিষেক অনুষ্ঠানে ২০২২-২৩ বর্ষের ক্লাব সেক্রেটারীরোটা. সানোয়ার হোসেন দুলাল তার সময়ের কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রোটারী গভর্নর রোটা.আশরাফুজ্জামান নান্নু এমডি, বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা, টিএমএসএস এর নির্বাহী পরিচালকরোটা. অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারী ইমরান আহমেদ ও আশিক ইকবাল টুটুল, রোটারী ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি ফারহানা পারভীন জাহান, গভর্নরস্ এ্যাডভাইজাররোটা. মামদুদুর রহমান শিপন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোটা. সামছুর রহমান তাইফ এবং ভোট অব থ্যাংকস প্রদান করেন রোটা. রেজাউল হক। নবনির্বাচিত ক্লাব প্রেসিডেন্ট রোটা.ডাঃ মতিউর রহমান তার বক্তব্যে ২০২৩-২৪ বর্ষে আর্তমানবতার সেবায় গৃহীত ক্লাবের বিভিন্ন প্রজেক্টের সফলতার জন্য সকল রোটারিয়ানের সহযোগিতা কামনা করেন এবং সারা বিশ্বে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আশার আলো জাগাতে রোটারিয়ানদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ক্লাব প্রেসিডেন্টরোটা. ডাঃ মতিউর রহমান প্রধান অতিথি, বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা স্মারক ও গিফট্স এবং ক্লাবের বিভিন্ন কার্যক্রমে সফল কমিটি চেয়ারম্যানদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। অভিষেক উপলক্ষে প্রকাশিত একটি বর্ণাঢ্য সুভেনীরের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। অভিষেক অনুষ্ঠানে রোটারী ক্লাব অব বগুড়ার রোটারিয়ান, স্পাউস, রোটার‌্যাক্ট, ইন্টার‌্যাক্ট সহ উত্তরাঞ্চল ও ঢাকার বিভিন্ন রোটারী ক্লাবের রোটারিয়ানবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies