দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়) এর বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারী কমিশনার(ভূমি) রূপম দাসের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন নবীর পরিচালনায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, এমপি প্রতিনিধি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীমা আক্তার মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াছমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা তথ্যসেবা কর্মকর্তা(তথ্যআপা) রুহানী আক্তার প্রমুখ। এ উঠান বৈঠকে শতাধিক তথ্যসেবা গ্রহীতা নারী অংশ নেয়।