পাকিস্তানে আগামী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় ইলেকশন কমিশন অফ পাকিস্তান (ইসিপি)।
নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, নভেম্বরের ৩০ তারিখে আসনগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ৫৪ দিনের নির্বাচন সিডিউল শেষে জানুয়ারির শেষ সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত আগস্টে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় ও প্রাদেশিক পরিষদের বিলুপ্তি ঘটে। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে বাধ্য। সে হিসেবে নভেম্বরের ৬ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু নির্বাচন কমিশন বলছে, তারা সাংবিধানিকভাবে নির্বাচনের আগে আসনগুলোর পূর্ণাঙ্গ সীমারেখা প্রস্তুতে বাধ্য। কিন্তু নির্ধারিত সময়ে তা সম্ভব নয়। তাই ভোটগ্রহণ পিছিয়েই করতে হচ্ছে।
তবে পাকিস্তান দেহরিক-ই-ইনসাফ (পিটিআই), পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)সহ দেশটির অন্য আরো কয়েকটি বড় রাজনৈতিক দল দ্রুতসময়ে নির্বাচন অনুষ্ঠান করে দেশকে অনিশ্চয়তা থেকে রক্ষা করতে ইসিপির প্রতি আহ্বান জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যও দেশটিতে দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছে।
সূত্র : জিও নিউজ