ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে সেরা স্টল হিসেবে উপজেলা কৃষি অধিদপ্তর প্রথম, উপজেলা প্রকৌশল অধিদপ্তর দ্বিতীয় ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তৃতীয় স্থান অধিকার করেছে। মঙ্গলবার বিকেলে ধুনট উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে বিজয়ী তিনটি দপ্তর প্রধানগণের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বগুড়া-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রোজিনা আকতার সুমি, আ’লীগ নেতা গোলাম সোবাহান, জয়নাল আবেদীন, সিরাজুল হক লিটন সহ দলীয় নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।