আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে ৫ গ্রাম হেরোইনসহ হযরত আলী খাঁন (৫৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। রবিবার (২৭ আগস্ট) রাতে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী খাঁন ওই এলাকার মৃত ছোলেমান খাঁনের ছেলে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হযরতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। এ ব্যাপারে সোমবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে হযরত আলী খাঁনের নামে একাধিক মাদক মামলা রয়েছে।