মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর দামকুড়া হতে ১২২ বোতল ফেন্সিডিলসহ মোঃ হযরত আলী (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টায় মহানগরীর দামকুড়া থানাধীন পুরাতন কসবা নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ হযরত আলী রাজশাহী মহানগরীর গোদাগাড়ী থানাধীন চকচাপাল গ্রামের মোঃ শাহজাহান আলীর ছেলে। শুক্রবার (২৪ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন পুরাতন কসবা বালুরঘাটে একজন অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সেখানে অভিযান চালিয়ে ১২২ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী মোঃ হযরত আলীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় মামলা রুজু করা হয়েছে।