1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বিএনপি কি বলে ভোট চাইবে প্রশ্ন- খাদ্যমন্ত্রীর - Uttarkon
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩১ অপরাহ্ন

বিএনপি কি বলে ভোট চাইবে প্রশ্ন– খাদ্যমন্ত্রীর

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৯১ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি ঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি কি বলে ভোট চাইবে, আওয়ামী লীগ সব দিয়েছে। তাদের (বিএনপির) আমলে তারা দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিএনপির ভোট চাওয়ার মুখ নেই। শুক্রবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্য এসব বলেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপি আন্দোলনের নামে যে আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে আর প্রতিরোধ নয়, প্রতিশোধ নিতে হবে।

মন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল বলেছিলেন, ডিসেম্বরের পর দেশ শেখ হাসিনার কথাই চলবে না, দেশ চলবে খালেদা জিয়ার কথাই। অথচ ডিসেম্বর গেল জানুয়ারি গেল আগস্ট শেষ হচ্ছে এখনও শেখ হাসিনার কথাই দেশ চলছে। আর খালেদা জিয়া আসামি সে জেল খানার ভিতরেই থাকলো।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা নেতৃত্বেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তারেক জিয়া বিদেশ থেকে ফটর ফটর করে।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, বিএনপির আমলে সারের জন্য কৃষককে গুলি খেয়ে প্রাণ দিতে হয়েছিল। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখনকার পরিস্থিতি আর সে রকম নেই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে। আমরা এখন স্মার্ট বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখছি।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘২০০১ সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলা দিলেও আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপির মতো হামলা মামলা করে হয়রানি করেনি। বিএনপির নেতা কর্মীরা এখনো মায়ের কোলে আছে।’

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে হবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। শেখ হাসিনার উপকারভোগী সবদলের সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সুবিধা দিচ্ছে সরকার। ‘

নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, চল্লিশাও হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে।’

নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলে দেশের উন্নয়ন হয়েছে।ঘরে ঘরে উন্নয়ন এখন দৃশ্যমান। এই উন্নয়ন এর কথা ভুলে গেলে চলবেনা। আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহবান জানান মন্ত্রী।

তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ্ শহিদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট নিহতদের স্মরণে দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies