1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে দঁড়ি ছিড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১ - Uttarkon
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষার মান না বাড়ালে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশ হতে পারবে না-ড. দেবপ্রিয় ভট্টাচার্য খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন বরেন্দ্র অঞ্চলের পানির অধিকার ও জলবায়ু ন্যায্যতার দাবিতে প্রবীণবন্ধন দুপচাঁচিয়ায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত সান্তাহার রেলওয়ে লেভেলক্রসিংয়ের মধ্যে বাজার, ঝুঁকি নিয়ে চলে ট্রেন ৪০ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হাজার ছাড়াল মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সাথে ভিসানীতি নিয়ে কোনো আলোচনা হয়নি : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খালেদা জিয়ার চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের ‘না’ এ সরকারের কোনো মানবিক মূল্যবোধ নেই : ড. মঈন খান

পাবিপ্রবি’র নির্মাণাধীন ছাত্রাবাস থেকে দঁড়ি ছিড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ৪৮ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ছাত্রাবাসে কাজ করার সময়ে দড়ি ছিঁড়ে নিচে পড়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। শুক্রবার (২৫ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (৩৫)।

আহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের চরঅনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে রবিউল আওয়াল (৩০)।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা দঁড়ি ঝুঁলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় আকষ্মিকভাবে দঁড়ি ছিঁড়ে নিচে পড়ে যায় ৩ জন নির্মাণ শ্রমিক।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষনা করেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে একজন মারা যায়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছুটির দিনে আমি ক্যাম্পাসে ছিলাম না। লোকমুখে শুনেনি। দুপুর সাড়ে বারোটায় তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিস্তারিত ঘটনাস্থলে যাওয়ার পর বলতে পারবেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ৩ নির্মাণ শ্রমিককে পাবনা জেনারেল হাসপাতালে আনার পর একজন মারা যায়। বাকি দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথিমধ্যে আরেকজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রমিক রাজশাহীতে চিকিৎসাধীন। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, ঘটনাটি দু:খজনক। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কনস্ট্রাকশনের কাজ চলছে। প্রকল্পে তাদের নিরাপত্তা বজায় রেখে কাজ করতে বলা আছে। কিন্তু তারপরও কিভাবে ঘটনাটি ঘটলো আমরা তদন্ত করে দেখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright &copy 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies