বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবীসহ সরকারের পদত্যাগের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বগুড়া জেলা বিএনপি। শনিবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়েক হাজার নেতাকর্মী বনানী-সাতমাথা সড়কে পদযাত্রায় অংশ নেন।
বিএনপির জেলা সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে শহরের কলোনী এলাকা থেকে শুরু করে ইয়াকুবিয়া স্কুল মোড়, কালিবাড়ী মোড়, জেলখানা মোড়, জজকোর্ট মোড় হয়ে সার্কিট হাউজের সামনে দিয়ে নবাববাড়ী রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, লুটেরা, খুনী, গণতন্ত্র ও মানবাধিকার হরনকারীরা দেশে ঘুরে বেড়াচ্ছে। অথচ খালেদা জিয়াসহ যারা দেশপ্রেমিক তাদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছে সরকার। তাই এ সরকারকে বিদায় করতে রাজপথের আন্দোলন সফল করতে হবে। আগামী দিনে কেন্দ্রের যেকোনো কর্মসূচি পালনে সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। পদযাত্রা কর্মসূচিতে আরো অংশ নেন এবং বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, কাজী রফিকুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন ও লাভলী রহমান, সাবেক আহবায়ক অ্যাডভোকেট এ কে এম সাইফুল ইসলাম, জেলা সাবেক যুগ্ম-আহ্বায়ক ও সাবেক এমপি মোশারফ হোসেন, আহসানুল তৈয়ব জাকির, শহর সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার, সদর উপজেলা সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, গাবতলী উপজেলা সভাপতি মোর্শেদ মিল্টন, ধুনটের সভাপতি তৌহিদুল আলম মামুন, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, শ্রমিকদলের আব্দুল ওয়াদুদ ও আব্দুল হামিদ মিটুল, যুবদলের খাদেমুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, মহিলা দলের নাজমা আক্তার, স্বেচ্ছাসেবকদলের রাকিবুল ইসলাম শুভ ও আবু হাসান, ছাত্রদলের সাইদুল ইসলাম ও নূরে আলম সিদ্দিকী রিগ্যান, কৃষকদলের সাইফুল ইসলাম রনি প্রমুখ।