ধুনট (বগুড়া) প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে টিসিবি’র কার্ডধারী স্বল্প আয়ের মানুষদের জন্য স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী (তেল, মসুর ডাল ও চাল) বিক্রির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় গোপালনগর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, গোপালনগর ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, আ’লীগ নেতা সিরাজুল হক লিটন, আব্দুল করিম, উপজেলা যুবলীগ নেতা আলিম আল রাজি বুলেট, আতিকুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।