বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ মিঠুর উপযুক্ত শাস্তির দাবীতে এবং স্থায়ীভাবে বরখাস্তের দাবীতে সচেতন এলাকাবাসী ও অভিভাবকগণ বিদ্যালয়ের পার্শ্বে পারসোমবারী বাজারে সকাল ১০ টা থেকে এক মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। জানা যায়, উক্ত প্রধান শিক্ষক মিঠু বিদ্যালয় চলাকালীন সময়ে তার কক্ষে একজন সহকারী শিক্ষিকার সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়। এসংক্রান্ত একটি ভিডিও ক্লিপ কয়েকদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও অভিভাবকগণ ক্ষোভে ফুলে ওঠে। আরো উল্লেখ্য উক্ত প্রধান শিক্ষক ইতিপূর্বেও ছাত্রীদের অনৈতিক কাজের কথা আকারে ইঙ্গিতে বললে সেটা শালিসের মাধ্যমে মিমাংসা হয়। উক্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ। বিষয়টি অবগত হওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা শিক্ষা অফিস থেকে এবং বদলগাছী উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক কমিটি গঠন করা হয়। দুটি কমিটি তদন্ত কার্যক্রম শুরু করলেও বদলগাছী উপজেলার কমিটি অদৃশ্য কারনে কার্যক্রম শুরু করেন নাই। এটা নিয়ে বিভিন্ন মহলে কাঁনা ঘুঁসা চলছে। উক্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।