মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে মশা নিধন ও ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন রাইগাঁ ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ। তিনি প্রতিদিন বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছেন এবং মশার জন্মস্থান পচা পানি, ময়লা আবর্জনা পরিস্কারের জন্য পরামর্শ দিচ্ছেন। কখনো কখনো তিনি নিজেই ময়লা আবর্জনা পরিস্কার করছেন এবং ফোগার মেশিন দিয়ে মশা মারা বিষ ছিটাচ্ছেন। গতকাল রবিবার ইউনিয়নের রাইগাঁ বাজারে গিয়ে দেখা যায় তিনি ফোগার মেশিন দিয়ে মশা মারা বিষ ছিটাচ্ছেন। এ সময় তার সাথে ইউনিয়ন পরিষদের সচিব, সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।