মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা, ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্পের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা নাট্য মঞ্চায়ন ও সম্প্রীতি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার খাজুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে ডাসকোর প্রকল্প পরিচালক ড. নূরুন নাহার সোমা, প্রকল্প সমন্বয়কারী মো: ইব্রাহিম খলিল, শান্তি সহায়ক, আনন্দ শীল, সন্ধ্যা মার্ডি, ফিরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাজে সম্প্রীতি রক্ষা ও হিংসা, বিদ্বেষ দূর করার প্রত্যয় নিয়ে সব ধর্মের মানুষ মিলে সম্প্রীতি বৃক্ষ রোপন করা হয়। পরে অহিংসা প্রকল্পের নাট্য প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা রূপান্তর নাটক মঞ্চায়ন করে।