মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগে মনোনীত মেয়ের প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন বিজয়ী হয়েছেন। পরাজিত হওয়া ৩ প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখানে ভোট পড়েছে ৫৬ শতাংশ। এছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২ হাজার ৭০টি। জানা গেছে, মোট ভোটারের আট ভাগের অন্তত এক ভাগ ভোট যদি কোনো প্রার্থী না পায় সেই ক্ষেত্রে তার জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচনে চারজন মেয়রপ্রার্থী মোট ভোট পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৭৫৮ ভোট। এই প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগ হচ্ছে ২৪ হাজার ৪৫৭ ভোট। কিন্তু লিটন ছাড়া অন্য কোন মেয়রপ্রার্থী এই পরিমাণের ভোট পাননি। ফলে অন্য মেয়রপ্রার্থীরা জামানত হারিয়েছেন।