মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে এএলআরডির সহযোগিতায় আদিবাসী উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বুধবার এ উপলক্ষে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী নেতা আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ এবং আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দীপঙ্কর লাকড়া। আলোচনা সভার শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়।