পাবনা প্রতিনিধি: ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে পাবনায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুন) বেলা এগারোটায় বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি’র আয়োজনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পিসিডি’র নির্বাহী পরিচালক মো. শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডল, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ শামস তাবেজ, সাংবাদিক উৎপল মির্জা, রাজিউর রহমান রুমী, বেসরকারি উন্নয়ন সংস্থা আসিয়াব’র পরিচালক আব্দুস সালাম, সাংস্কৃতিক কর্মী ভাস্কর চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সবাইকে সুস্থ্য থাকতে হলে বিষমুক্ত ও নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। আর এজন্য নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে হবে। সেইসাথে জমির স্বাস্থ্য ভাল রাখতে জৈব সার ব্যবহার করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষক। এক ফসলের জায়গায় চার ফসল উৎপাদন করতে পারছেন। বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন, বাজারজাতকরণ এবং খাদ্য গ্রহণে কৃষক, ব্যবসায়ী, ভোক্তাসহ সবার মাঝে সচেতনতা বাড়াতে হবে।
পিসিডি’র নির্বাহী পরিচালক শফিকুল আলম জানান, প্রমোটিং এগ্রিকালচারাল কমার্শিয়ালাইজেশন এন্ড এন্টারপ্রাইসেস (পেস) প্রকল্পের আওতায় পাবনা সদর উপজেলার চর বলরামপুর, পীরপুর ও শ্রীপুর এই তিনটি গ্রামের সাড়ে পাঁচ হাজার কৃষককে প্রযুক্তির ব্যবহার, বিপনন, উদ্যোক্তা ও ভোক্তার সামর্থ বৃদ্ধি এবং উৎপাদিত পণ্যের ব্যান্ড তৈরী ও সক্ষমতা বৃদ্ধিকে সহযোগিতা করছে পিসিডি।
তিনি বলেন, গত মাসে ওয়াশিংটনে নিরাপদ খাদ্য নিয়ে একটি মেলা হয়েছিল। সেখানে বাংলাদেশ থেকে পিকেএসএফ এর মাধ্যমে আমরা বিষমুক্ত নিরাপদ সবজি পণ্য পাঠিয়েছিলাম এবং প্রশংসাও পেয়েছি। আমাদের উৎপাদিন নিরাপদ সবজি কিছু ঢাকায় পাঠিয়ে থাকি আর পাবনা শহরে গোল্ডেন বাস্কেট মার্কেটে সরবরাহ করি। আমাদের প্রত্যাশা শুধু পাবনায় নয়, নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ সারাদেশে ছড়িয়ে যাক। মানুষের মাঝে সচেতনতা বাড়–ক।
অনুষ্ঠানের শুরুতে ভিডিও চিত্রের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সুফলভোগী কৃষকদের বক্তব্য তুলে ধরা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএফর আর্থিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কৃষক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।