মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ২ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্মে প্রেরণ করেছে। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, নওগাঁ সদর থানায় চকপাথুরিয়া গ্রামের গাজী সরদারের পুত্র সিএনজি চালক পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ সদরের খলিশাকারি, গ্রামের আব্দুস সালামের পুত্র নাজমুল হক (৩০) ও সিরাজগঞ্জ সদর উপজেলার সাটিকা বাড়ি গ্রামের আব্দুল জব্বারের পুত্র তানভির আহম্মেদ চৌধুরী। এ রিপোর্ট লেখা পর্যন্ত একজনের পরিচয় জানাযায়নি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার গোয়ালবাড়ী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহাদেবপুরের দিক থেকে নওগাঁ অভিমুখী রাজ মেট্রো থ-১১-০০৪৪ নম্বরের একটি সিএনজির সাথে নওগাঁর দিক থেকে মহাদেবপুর অভিমুখী ঢাকা মেট্রো-ট-১৮-৩৫৪৯ নম্বরের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। দূর্ঘটনাস্থল থেকে এসআই আসাদ জানান, নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেলেও ১ জনের পরিচয় জানা যায়নি। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফ্ফর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।