মোঃ হাসানুজ্জামান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিশ্ব পরিবেশ দিবস -২০২৩ পালন করেছে বদলগাছী উপজেলা প্রশাসন। ” সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন সোমবার সকাল সাড়ে দশটায় একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ।