মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ও ২ জুন উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ সাফিয়া আকতার অপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম। প্রশিক্ষন কর্মশালায় মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষন প্রদান করেন কারিতাসের উপজেলা প্রোগ্রাম ম্যানেজার বিরোক এক্কা।