আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল ৫ টায় সান্তাহার পৌর মহিলা দলের অস্থায়ী কার্যালয়ে সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি ও বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক এইচ এম মুক্তার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরি। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তহার পৌর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজনীন পারভীন রীনা, সাংগঠনিক সম্পাদক রিনি বেগম, সহ-সভাপতি মমতাজ বেগম, সহ-সভাপতি জুলেখা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক রুমী আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা নাসরিন, প্রচার সম্পাদক আসমানী, দপ্তর সম্পাদক সেলিনা বেগম প্রমূখ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আতœার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।