মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে উপজেলা সামাজিক বন বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে সামাজিক বনায়নের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় উপকারভোগীদের সামাজিক বনায়নের সৃজিত বাগান ব্যবস্থাপনা, প্রতিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, অভিঘাত, অভিযোজন ও হ্রাসকরণ বিষয়ে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ মোমরেজ আলী, উপজেলা বন কর্মকর্তা আহসান হাবিব প্রমুখ।