বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁতে আব্দুল জলিল আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক বানিজ্য মন্ত্রী ও সংসদ সদস্য মরহুম আব্দুল জলিল এর স্মরণে এই আন্তঃজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (পিএএ) এর সভােপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, আনোয়ার হোসেন এমপি,ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, জেলা পুলিশ সুপার রাশেদুল হক প্রমুখ। উদ্বোধনী খেলায় নওগাঁ জেলাদল রাজশাহী জেলা দলকে ৩-১গোলে পরাজিত করে দ্বিতীয় পর্ব খেলার যোগ্যতা অর্জন করেছে।