বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁতে ১১ টি উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ খালিদ মেহেদী হাসান ( পিএএ)। সম্প্রতি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী জাতীয় ভাবে পালন করা হয় জেলার আত্রাই উপজেলার পতিসরে। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের বসার আসন ব্যবস্থা না থাকায় উপস্থিত সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসনের সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় নওগাঁ জেলার ১১ টি উপজেলা এবং নওগাঁ জেলা শহরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম) আব্দুল করিম, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম , জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী কমিশনার নাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।