মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ চাম্পিয়ান এবং উত্তরগ্রাম আখতার সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের প্রতিযোগী নুসরিন সাদাদ শ্রুতি। সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় এ প্রতিযোগীতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ ফরিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল খালেক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবেন চন্দ্র বর্মন। পরে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট প্রদান ও পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসর প্রাপ্ত অধ্যাপক আব্দুল রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোঃ নওশাদ আলী।