বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে উপজেলা মডেল প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ছুটির দিনেও চিকিৎসা সেবা প্রদান করে চলেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক। যা সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম এবং একমাত্র উদ্যোগ। তিনি নিজ উদ্যোগে এই ভেটেরিনারি হাসপাতালে বহিঃবিভাগ চালু করেছেন। এই বহিঃবিভাগে ২৪ ঘন্টাই প্রাণি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। শনিবার সকাল ১০ টার দিকে সরেজমিনে উক্ত ভেটেরিনারি হাসপাতালে গিয়ে দেখা যায়,ছুটির দিন সত্ত্বেও বেশ কয়জন তাদের গরু, ছাগলের চিকিৎসার জন্য এসেছেন। চিকিৎসা সেবা নিতে আসা আলেফা বেওয়াকে জিজ্ঞেস করা হয়, আপনি ছুটির দিন জেনেও কেন এসেছেন? তিনি হাসিমুখে উত্তর দেন আমাদের এখানে ছুটির দিনেও গরু – বকরির বড় ডাক্তার সাহেব চিকিৎসা সেবা প্রদান করেন। তাই এসেছি। অনুরুপ ভাবে চিকিৎসা সেবা নিতে আসা হাবিবুর রহমান, আয়েশা খাতুন ও একইরুপ উত্তর দেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। প্রজাদের সেবা প্রদানই প্রত্যেকটা কর্মচারীর একমাত্র দায়িত্ব। ছুটির দিনেও যেন কোন মানুষ তাদের গবাদি পশু- পাখির চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় তাই এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। যা গোটা বাংলাদেশের মধ্যে প্রথম এবং একমাত্র। এর ফলে প্রত্যেক ছুটির দিনে বেশ কিছুসংখ্যক মানুষ তাদের গবাদি পশু-পাখির চিকিৎসা সেবা নিতে হাসপাতালে আসছেন। তাঁদেরকে যথাসাধ্য সম্পূর্ণ বিনা পয়সায় সেবা প্রদান করা হচ্ছে। সারা বাংলাদেশে এই ব্যবস্থা চালু করলে সকল এলাকার জনগণ এই সেবা গ্রহন করতে পারবেন। এর জন্য তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন।