আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে এবার কৃষকের ধান কাটলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও। উৎসব মুখর পরিবেশে গত রবিবার উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ইউএনও মো: আবু হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মোমরেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশীদ আলম কৃষকদের সাথে ধান কাটা কাজে অংশগ্রহণ করেন। তাঁরা খোসালপুর গ্রামের কৃষক শরিফুল ইসলাম ও মতিয়ার রহমানের জমির ধান কেটে দেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ধান কাটার আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন বলেন, কৃষকদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্য তিনি কৃষকদের সাথে ধান কাটা কাজে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু হাসান বলেন, কৃষকরা এ দেশের প্রাণ। তারা অনেক পরিশ্রম করে ফসল ফলায়। ধান কাটা কাজে কৃষকদের সাথে অংশগ্রহণ করতে পেরে তিনি খুবই আনন্দ পেয়েছেন বলেও জানান। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার ২৮ হাজার ৩শ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ধানের ফলনও খুব ভাল হয়েছে। প্রতি বিঘা জমিতে ৩০ থেকে ৩৩ মন ধান উৎপাদন হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, ধান কাটা কাজে উপজেলা চেয়ারম্যান, ইউএনও অংশগ্রহণ করায় কৃষকরা উজ্জীবিত হয়েছে।