বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে মহান মে দিবস-২০২৩ পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিন সকাল ১০ টায় রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, মাইক্রো চালক সমিতি, ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন এর সদস্যদের একটি বিশাল র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এর নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এরপর দুপুরে ভূঁড়িভোজ অনুষ্ঠিত হয়।