রাতুল সরকার, রাজশাহী: নানা আয়োজনে রাজশাহীতে মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১ মে) সকালে নগরীর সিএন্ডবি মোড় নানকিং দরবার হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।
বিভাগীয় শ্রম দফতর রাজশাহীর পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়নন্স মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) বিজয় বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ আনিসুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় রাজশাহীর সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক মোঃ আব্দুস সোহেল, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ খান প্রথম।
এর আগে, রাজশাহী জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দফতর রাজশাহীর আয়োজনে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- প্রতিপাদ্যকে সামনে রেখে নগরীর লক্ষীপুর মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিএন্ডবি মোড়ে এসে শেষ হয়।
এদিকে মে দিবস উপলক্ষে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দিবসটি পালনের জন্য মহানগর রিকশা-ভ্যান শ্রমিক লীগ, মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদসহ (সিবিএ) অন্যান্য শ্রমিক সংগঠন বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
মে দিবস উপলক্ষে রাজশাহীর স্থানীয় সংবাদপত্র, অফিস-আদালত ছুটি রয়েছে।