আজাদুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। উপজেলায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধানের ফলনে খুশি হলেও দাম নিয়ে শংকায় রয়েছেন কৃষকরা। প্রতি বছরই ধান ওঠার পরে বাজারে দরপতন দেখা দেয়। এবারেও দরপতন হলে কৃষকরা লোকশানের মুখে পড়বেন। অন্যান্য বছরের তুলনায় এবার সার কীটনাশকের মূল্য বৃদ্ধি পাওয়ায় বোরো আবাদের খরচ বেড়েছে। এ কারণে ধানের দাম কমলে কৃষকদেরকে ক্ষতির সম্মুখীন হতে হবে। বোরো চাষী কৃষকরা জানান, ধানের ফলন এবার ভাল হয়েছে। বিঘা প্রতি ২০ থেকে ২২ মন ধান উৎপাদন হচ্ছে। এ অবস্থায় ধানের বাজার মূল্য প্রতি মন ১১শ থেকে ১২শ টাকায় বিক্রি করতে পারলে লাভবান হবেন কৃষকরা। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি মন ধান ৯৫০ টাকা থেকে ১ হাজার ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। উপজেলায় এবার রেকর্ড পরিমাণ জমিতে বোরো চাষ করেছেন কৃষকরা। বোরো চাষে ভুর্তুকি ও সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকায় বোরো চাষে রেকর্ড সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোমরেজ আলী বলেন, বোরো চাষে সরকারের প্রণোদনা, সেচকাজে বিদ্যুতের ভূর্তুকি ও উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় বোরো আবাদের পরিধি বেড়েছে এবং আবহাওয়া অনুকূল থাকায় উপজেলায় এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।