মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যানের ড্রাইভারসহ ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কের মহাদেবপুর উপজেলার পীড়ার মোড় নামক স্থানে। জানাগেছে, ওই স্থানে নওগাঁগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ১১ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনের মৃত্যু হয়। এ দূর্ঘটনায় নিহতরা হলো মহাদেবপুর উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া গ্রামের শমসের আলীর পুত্র পিকআপ ভ্যানের ড্রাইভার মোঃ হারুনুর রশিদ হারুন ও বগুড়া জেলার সাহারপুকুর এলাকার তৈয়ব আলীর পুত্র পিকআপ ভ্যানের যাত্রী মজিবর রহমান। দূর্ঘটনায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সামনে দুমরে মুচরে যায়। সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহাদেবপুর থানার ওসি তদন্ত আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।