মোঃ হাসানুজ্জামান, বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ মেডিকেল কলেজের রেকর্ড সাফল্যে গর্বিত নওগাঁবাসী। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে তৃতীয় পেশাগত এমবিবিএস পরীক্ষায় অভূতপূর্ন সাফল্য পেয়েছে নওগাঁ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। উক্ত পরীক্ষায় ২৪ টি মেডিকেল কলেজ থেকে ২২৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১৮৪৪ জন শিক্ষার্থী। পাশের হার ৮১ দশমিক ৯২ শতাংশ।নওগাঁ মেডিকেল কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৪৩ জন শিক্ষার্থী। পাশের হার ৯৩ দশমিক ৪৭ শতাংশ। যা ২৪ টি মেডিকেল কলেজের মধ্যে ২য়। উক্ত পরীক্ষায় অনার্স মার্কস পেয়েছে ৫ জন। তার মধ্যে নওগাঁ মেডিকেল কলেজ থেকে ২জন অনার্স মার্কস পেয়েছে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় শতকরা ৮৫ নম্বর পেলে অনার্স মার্কস হিসেবে গন্য করা হয়। নওগাঁ মেডিকেল কলেজ থেকে অনার্স মার্কস প্রাপ্ত সামান্তা ইসলাম এবং আফিফা সাফায়েত বলেন,এই কলেজের শিক্ষাদান পদ্ধতি, নিয়মিত ক্লাশ,এবং শিক্ষকদের আন্তরিকতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে। হরমোন বিশেষজ্ঞ ডাঃ আবু জার গাফফার বলেন,আজকের সাফল্য অর্জনে অনেক সীমাবদ্ধতা পেরুতে হয়েছে। আশাকরি এইসব শিক্ষার্থী মানবিক চিকিৎসক হয়ে মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে।