সৌদি আরবের পবিত্র দুই মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীতে বিশ্বের সর্ববৃহৎ ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সময় শুক্রবার সকালে মসজিদ দু’টিতে কয়েক লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। এছাড়া সৌদিতে সর্বমোট ২ হাজার ৭০০টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেশটির অন্তত ৬ হাজার মসজিদ ও ঈদগাহে নামাজ আদায়ের ব্যবস্থা করে। এসব স্থানে অসংখ্য নারী-পুরুষ ঈদের জামাতে অংশ নেন। এদিকে, এর আগে গতকাল সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদ দেখা যায়। এরপরই শুক্রবার ঈদের দিন ঘোষণা করে কর্তৃপক্ষ।
ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের বাদশাহ ও খাদেমুল হারামাইনিশ শারিফাইন বিশ্ব মুসলিম উম্মাহকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ঈদের দিন আমাদের মাঝে শান্তি-তৃপ্তি ও স্থিতিশীলতা বয়ে আনুক।
বাদশাহ জানান, ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি নিজেও আপ্লুত ও আনন্দ অনুভব করছেন।
সবার জন্য দোয়া করে তিনি বলেন, ঈদুল ফিতর প্রতি বছর সবার জন্য শুধু কল্যাণই বয়ে আনুক। আল্লাহ আমাদের সবার রোজা, তারাবি, তাহাজ্জুদ ও উত্তম কর্মগুলো কবুল করেন। আমিন।