বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলা নববর্ষ -১৪৩০ পালন করেছে উপজেলা প্রশাসন। সকাল সাড়ে ৮ টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, মাছ ধরার পলো, লাঙ্গল, জোঁয়াল,সহ বিভিন্ন সামগ্রী নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সম্বন্বয়ে বদলগাছী থানার মোড় হতে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক তৌফিক, মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ।