রাজশাহী: রাজশাহীর নীল আকাশটা যেন আজ উত্তপ্ত কড়ইয়ে পরিণত হয়েছে। বাতাসে যেন বইছে আগুনের হল্কা। এতে নাভিশ্বাস উঠেছে পদ্মা পাড়ের মানুষগুলোর। শেষ চৈত্রের খরতাপে সাধারণ মানুষের জীবন এখন ওষ্ঠাগত। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের থার্মোমিটারের পারদ উঠতে উঠতে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এদিন তাপদাহে দুপুরের পর প্রধান প্রধান সড়কও ফাঁকা হয়ে যাচ্ছে। তবে খেটে খাওয়া দিনমজুররা এই আগুন আবহাওয়ার মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে পরিবার-পরিজনের জন্য কাজ করে যাচ্ছেন। গরমের তীব্রতা অব্যাহত থাকায় রাজশাহীতে বেড়েছে হিটস্ট্রোক, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, রাজশাহীতে আজ (১৩ এপ্রিল) এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিকেল ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন (১৩ এপ্রিল) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।