নতুন করে দায়িত্ব পেয়েই বগুড়াশহীদ চাঁন্দু স্টেডিয়ামের পরিচর্যা শুরু করেছেন গ্রাউন্ডসম্যানরা। দীর্ঘ এক মাস পর বিসিবির কর্মীরা কাজে যোগ দিয়েছেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাথে মান-অভিমানের পর্ব চুকিয়ে আজ বোববার থেকেই শহীদ চান্দু স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের পূর্ণ দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি। বগুড়া থেকে সরিয়ে নেয়া জনবল ফিরে এসেই মাঠে নেমে পড়েছেন মাঠ পরিচর্যায়। রোববার সকাল থেকেই গ্রাউন্ডসম্যানরা ঘাস কাটা শুরু করেন। পাশাপাশি দীর্ঘ এক মাসেরও বেশি সময় অযত্নে থাকা সেন্ট্রাল উইকেটেরও পরিচর্যা শুরু করেছেন।
প্রয়োজনীয় পরিচর্যা ছাড়াই প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ চালানোর ফলে সেন্ট্রাল উইকেটের অনেক জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে। সেগুলোতে মাটি এবং কাটাঘাসের টুকরা বিছিয়ে রোলিং করা হচ্ছে। সেই সাথে পুরো মাঠে পানি ছিটিয়ে ঘাসগুলোকে সতেজ করার চেষ্টা চলছে। বিসিবির সহকারী কিউরেটর হুমায়ন কবির আশা করছেন, এক সপ্তাহের মধ্যেই মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব হবে।
এক মাস যাযাবর জীবন শেষে আবারও প্রিয় স্টেডিয়ামে ফিরতে পেরে বেশ খুশি শহীদ চান্দু স্টেডিয়ামের কর্মকর্তা-কর্মচারীরা। একাধিক কর্মী তাদের পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, বগুড়া থেকে যাওয়ার পর তারা ঠিকমতো ঘুমাতে পারেননি। দীর্ঘ ১৭ বছর নিজের সন্তানের মতো যত্ন করে গড়ে তোলা স্টেডিয়াম ছেড়ে থাকা তাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। নতুন করে প্রিয় ভেন্যুতে ফেরায় সবাই খুশি। তারা মিডিয়া কর্মিদের ভূমিকার ভূয়শী প্রশংসা করেন। সেই সাথে যারা ভেন্যুর জন্য আন্দোলন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েঝেন তারা।
শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল জানান, আজ রোববার দুপুর পর মিরপুর বিসিবি কার্যালয় থেকে মালামাল নিয়ে কাভার্ড ভ্যান যাত্রা শুরু করেছে। রাতে বগুড়ায় পৌঁছার পর আগামীকাল সোমবার থেকে মালামালগুলো আগের মতো ব্যবহার করা হবে।