রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। কয়েকদিন থেকে বেড়েই চলেছে তাপমাত্রা। শনিবার (৮ এপ্রিল) এ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ থেকে এ বিভাগে তাপমাত্রা বাড়ছেই। বৃষ্টিরও দেখা নেই। মৃদু তাপদা বয়ে যাচ্ছে। কয়েক দিন থেকে থার্মোমিটারে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছিল। তবে শনিবার রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা পুরো ৩৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। সূত্রটি আরো জানায়, দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠলে তাকে মৃদু তাপদাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি ওপরে উঠলে বলা হয় মাঝারি। এছাড়া ৪০ ডিগ্রি বা তার ওপরে উঠলেই তীব্র তাপদাহ হিসেবে বিবেচনা করা হয়।
তাই রাজশাহীতে এখন মৃদু তাপদাহ চলছে। বৃষ্টি না হলে এটি মাঝারিতেও রূপ নিতে পারে। তবে তাপদাহ বাড়লেও বাতাসের আদ্রতা কম আছে। এতে শরীরে ঘামের পরিমাণ কম হচ্ছে। শনিবার বিকেল ৩টায় রাজশাহীতে বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ১৭ শতাংশ।
এদিকে তাপদাহ অব্যাহত থাকলে রাজশাহীতে আমের গুটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় বৃষ্টি না হলে অতিরিক্ত তাপদাহে আমের গুটি ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আম চাষিসহ রাজশাহীর সব মানুষই এখন বৃষ্টির জন্য প্রার্থনা করছেন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, এবার রাজশাহীতে ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। গত বছর এর পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গতবার আম উৎপাদন হয়েছিল দুই লাখ ছয় হাজার ১৫৬ টন।
তবে এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে দুই লাখ ২৫ হাজার ৯১২ টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।