মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গরীব শিশুদের বিনামূল্যে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান “ইকরা কোরআন একাডেমি’তে বাচ্চাদের বসার জন্য মাদুর (ম্যাট) দিয়ে সহযোগীতা করেছেন বোয়ালিয়া মডেল থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী হোসেন। বুধবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় নগরীর বোয়ালিয়া মডেল থানার কেদুর মোড়ে (বাসার রোড) অবস্থিত ওই প্রতিষ্ঠানে এ মাদুর (ম্যাট) দান করেন। এ সময় বিনামূল্যে বাচ্চাদের কোরআন শিক্ষা প্রদানকারী শিক্ষীকা হাজেরা বেগমকে ঈদ উপলক্ষে খরচের জন্য হাদিয়া দেন ওসি।
ওসি বলেন, “ইকরা কোরআন একাডেমি” কোরআন শিক্ষা প্রতিষ্ঠান সচল রাখতে সহযোগীতার হাত বাড়িয়ে দিন’ শিরোনামে দৈনিক সময়ের কাগজ, সাপ্তাহিক বাংলার বিবেক ও দৈনিক বার্তা পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। যাহা আমার দৃষ্টি গোচর হয়েছে। সেই সংবাাদের ভিত্তিতে ৭৫জন শিশু কোরআন শিক্ষার্থীর প্রতিষ্টানটি’তে খবর নিয়ে জেনেছি, এই প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। অনেকে কোরআন শরিফ, আমপারা ও কায়দা বই দিয়ে সহযোগীতা করেছেন। বাচ্চাদের বসার ভাল ব্যবস্থা না থাকায় আমি বসার জন্য ম্যাট দিয়ে সহযোগীতা করলাম। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি সচল রাখতে সমাজের বিত্তবান মানুষদের সামথ্য অনুযায়ী সহযোগীতা করা আহবান জানান। তিনি প্রতিষ্ঠানের শিক্ষক হাজেরা বেগমকে বড় বাড়ি ভাড়া নেওয়ার পরামর্শ দেন। বলেছেন সবাই মিলে ‘ইকরা কোরআন একাডেমি’র বাড়ির ভাড়া বহন করবো।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজ এর রাজশাহীর আঞ্চলিক সম্পাদক ও সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবু হেনা মোস্তফা জামান, এ্যাড, মোঃ নিজাম উদ্দিন, সাংবাদিক মাসুদ রানা রাব্বানী, শেখ মোঃ রোমেল, ইব্রাহিম হোসেন স¤্রাট, পারভেজ হোসেন, মিজানুর রহমান টনি প্রমুখ।