বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক মামলায় আটককৃত বিএনপি নেতাকর্মীরা জামিনে মুক্তি লাভ করেছেন। জানা যায়, গত ২২ নভেম্বর /২০২২ ইং তারিখে বদলগাছী চৌরাস্তার মোড়ে অনাকাঙ্ক্ষিত পটকা ফুটানোর দায়ে বিস্ফোরক আইনে নামে- বেনামে প্রায় দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীদের নামে বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী সহ নেতাকর্মীরা হাইকোর্ট থেকে জামিন নেন। উক্ত জামিনের মেয়াদ শেষ হলে গত ৩ জানুয়ারী নিম্ন আদালতে হাজির হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে ১৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ ১৫ দিন কারাবাসের পর গত ১৮ জানুয়ারী বিজ্ঞ আদালত জামিন আবেদন মঞ্জুর করলে ঐ দিন সন্ধ্যায় নওগাঁ জেলা কারাগার থেকে বের হয়ে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে পৌঁছলে জেলা নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর সন্ধ্যা রাত অনুমান ৮ টার দিকে বদলগাছীতে পৌঁছলে স্থানীয় নেতা- কর্মীরা ফুলের মালা পড়িয়ে ফজলে হুদা আকন্দ বাবুল সহ অন্যান্য নেতা-কর্মীদের বরন করে নেন। এসময় ফজলে হুদা আকন্দ বাবুল বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।অবিলম্বে অন্যায়ভাবে আটককৃত বিএনপির সকল নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় এই বদলগাছীর মাটি থেকেই বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।