পাঁচবিবি(জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবির পক্ষ থেকে শীতার্ত অসহায় দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারী) সকালে পতœীতলা- ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাট্যালিয়নের আওতাধীন কড়িয়া বিজিবি ক্যাম্পের আয়োজনে কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এসব শীতের কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পতœীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন ( পিএসসি সিগন্যাল)। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পতœীতলা-১৪ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মোঃ মোসলেম উদ্দিন(এএমসি), পতœীতলা-১৪ ব্যাটালিয়নের সুবেদার মেজর মোঃ জয়েন উদ্দিন, বিজিবি কড়িয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার শ্রী তপন কুমার, ৩নং আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামূনুর রশিদ মিল্টন, কড়িয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আনিছুর রহমান, সমাজ সেবক হারুনুর রশিদ ও কড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি নাসির উদ্দিন প্রমুখ। এসময় এলাকার ২শ ৫০জন গরীব, অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।