1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
জুম্মাপাড়াস্থ সত্য সেনা সংঘ আয়োজিত ৩০তম প্রাইজমানি ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত - Uttarkon
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:৩৫ অপরাহ্ন

জুম্মাপাড়াস্থ সত্য সেনা সংঘ আয়োজিত ৩০তম প্রাইজমানি ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৬ বার প্রদশিত হয়েছে

রংপুর নগরীর জুম্মাপাড়াস্থ সত্য সেনা সংঘ আয়োজিত ৩০তম প্রাইজমানি ফুটবল টূর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জুম্মাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় অংশ গ্রহণ করেন জুম্মাপাড়া সত্য সেনা সংঘ বনাম প্রতিভা সংঘ। এতে জুম্মাপাড়া সত্য সেনা সংঘ ৩-১ গোলে প্রতিভা সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। উক্ত টূনামেন্টে সর্বমোট ৩২টি টিম অংশ গ্রহণ করেন। চূড়ান্ত খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় বারের তম নির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি, ক্রেষ্ট ও প্রাইজমানি তুলে দেন। জুম্মাপাড়া সত্য সেনা সংঘের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৩নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, ২৩, ২৪ ও ২৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হাসনা বানু, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহমেদ ও হারুন অর রশিদ হারুন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক আলমগীর হোসেন আলম, শ্রমিক সংগঠক তসলিম হোসেন প্রধান উচ্ছল, যুব সংগঠক ইউসুফ আহমেদ, সত্য সেনা সংঘের সদস্য সচিব আব্দুল আহাদ রকি, সদস্য রাসেদুজ্জামান রাসেদ, আল আমিন সরকার জেমস, শাহ জামাল বাপ্পী, লিমন, রহিম, অন্তু, ইয়াসমিন আবরার অনিক, রাতুল, মিতুল, প্রান্ত, রানা ও রমজানসহ টূণামেন্ট আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2022 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies