নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরির সাথে জড়িত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। সেই সাথে মিটার চুরির কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন একং একটি বৈদৃ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। নওগাঁর ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান সোমবার দুপুর আড়াইটায় জেলা পুলিশের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান এই চক্র নওগাঁ, বগুড়া, জয়পুরহাট ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিভন্ন বয়লার চাতাল, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে আসতো। এই মোবাইল নম্বরে বিকাশ ও অন্যান্য মাধ্যমে ৩ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবী করে থাকে। টাকা দিলে পুনরায় মিটারটি মালিকের নিকট ফেরত দিয়ে দিত। নওগাঁ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নওগাঁ শহরের আনন্দনগর মহল্লার মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ মাসুদ রানা (৩২), আনন্দ নগর পশ্চিম পাড়া’র ইসলাম মন্ডলের পুত্র মোঃ শহিদ মন্ডল (৩২) ও হাবিবুর রহমানের পুত্র মোঃ হারুনুর রশিদ (২৫), কাদোয়া বটতলা পশ্চিম পাড়া’র রাজু সরদারের পুত্র মোঃ রবিন সরদার (২৫) ও মোঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ আশিক (২৩), চকরামপুর মিথ্যাপাড়া’র কিনা েেহাসেনে পুত্র মোঃ ইউসন হেসেন (২৪) এবং জয়পুর হাট জেলার শিমুলিয়া গ্রামের আব্দুল আলীমের পুত্র জাহাঙ্গীর আলম (৩০)’কে আটক করেন। এসময় মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, ডিআইও-১ মোবারক হোসেন এবং মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন এবং উপস্থিত ছিলেন।