পাবনা প্রতিনিধি; ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলো ১১টি দোকান ঘর। এতে এগারোজন ব্যবসায়ীর এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। শুক্রবার (০৬ জানুয়ারী) ভোর রাতে পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর কুঁজোর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন, ফিরোজ হোসেন, শরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, মুকুল হোসেন, রেকাত আলী, আসলাম হোসেন, সোহেল হোসেন, আসাদ আলী, লিটন হোসেন, ভোলা ও চন্দন ঘোষ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, চিনাভাতকুর কুঁজোর মোড় এলাকার আলহাজ্ব রিয়াজ উদ্দিনের মার্কেটে ভোর ৪টার দিকে মেহেরাব হোসেন নামে এক কম্পিউটারের যন্ত্রাংশ ব্যবসায়ীর দোকানে প্রথমে আগুন লাগে। উত্তরের হিমেল হাওয়ার কারণে মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ও আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে ভষ্মিভূত হয় ১১টি দোকান। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তিসহ পরিষদের অন্য সদস্যরা। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। চাটমোহর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রচুর কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়েছিল। বাজারের পাশেই কয়েকটি বসতবাড়ি ছিল। তবে সময়মতো পৌঁছানোর কারণে আগুন নেভানো সম্ভব হয়েছে। সেই সাথে বসতবাড়িগুলো রক্ষা করা গেছে। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আগুনের ভয়াবহতা ছিল অনেক। সময়মতো পৌঁছানোর কারণে কেউ হতাহত হয়নি।