মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর মহাদেবপুরে সাম্প্রদায়িক সম্পীতি রক্ষার প্রত্যয় নিয়ে সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ডাসকো ফাউন্ডেশনের অহিংসা প্রকল্প ও নেট্জ বাংলাদেশের সহযোগিতায় সিভিল সোসাইটি অর্গানাইজেশনের উদ্যোগে ঐতিহাসিক ডাকবাংলো মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান। সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দীপঙ্কও লাকড়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অহিংসা প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ নুরুন নাহার সোমা, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা আজাদুল ইসলাম আজাদ, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র, মহাদেবপুর উপজেলা এনজিও ফোরামের সভাপতি ওবাইদুল হক বাচ্চু। মেলায় অহিংসা প্রকল্পের নাট্য কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ, বাল্য বিবাহ ও মাদক বিষয়ক সচেতনতা মূলক নাটক পরিবেশন করে। এ মেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শনসহ বিভিন্ন পন্যের ২০টি স্টল বসে।