বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে স্যানমার্ক সিস্টেম এর উদ্যোগে উপজেলা পর্যায়ে ” পাবলিক প্রাইভেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ “(পিপিডিপি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা জবির উদ্দিন,বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,আইডিই বাংলাদেশ স্যানমার্কএস নওগাঁ হাব এর ফিল্ড টিম লিডার মোল্লা সাবিহা সুলতানা প্রমুখ। উক্ত কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করেন।