মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি ঃ মহাদেবপুরে ভালাইন ইসলামীয়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসা সুষ্ঠুভাবে পরিচালনা ও সার্বিক উন্নয়নের লক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সুধী সমাবেশে এলাকাবাসী ও বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন। রবিবার দুপুরে মাদ্রাসা চত্বরে এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনার অন্যতম সদস্য আলহাজ্ব খাজা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রবীণ নেতা আলহাজ্ব আব্দুল হাই মন্ডল, মাদ্রাসা নূরে মদিনার পরিচালক আলহাজ্ব মুফতি নাসির বিন আজগর, হোসেনপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম, শিবরামপুর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল ওয়াহেদ, ভালাইন ইসলামীয়া দারুল উলুম ক্বওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও মুহতামিম মাওলানা খাইরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান পলাশ প্রমুখ। শেষে মাদ্রাসার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।