বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন বলেন,আগামী ১১ নভেম্বর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হবে। উক্ত মেলায় ৪ টি প্যাভিলিয়ন থাকবে। ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই কুইজ প্রতিযোগিতায় “ক” গ্রুপে ৮ থেকে ১২ বছর, “খ” গ্রুপে ১৩ থেকে ১৮ বছর এবং ” গ” গ্রুপে ১৯ থেকে তদূর্ধ্ব বছর বয়সের ব্যক্তিগণ অংশ গ্রহন করতে পারবে। ২০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করা যাবে বলে উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন জানান। উক্ত প্রেস ব্রিফিং এ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সম্পাদক আব্দুল কাদের, মশিউর রহমান, মিলন হোসেন,বদলগাছী প্রেসক্লাবের আবু সাইদ, আবু জর গিফারী,রানা হামিদ, প্রেসক্লাব বদলগাছীর ফজলে মওলা, হাফিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।