ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: সারা দেশের ন্যায় জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলা প্রশাসন এর আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর উপজেলা পরিষদ সভা কক্ষে বেলা ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভপতিত্বে দিবসটির তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাকিম মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, বীর মুক্তি যোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির কো-অর্ডিনেটর মোঃ আজিজুল হক, চৌধুরী মানবিক ফাউন্ডেশন এর পরিচালক মোঃ ফেরদৌসি রানা চৌধুরী প্রমুখ।